অস্ত্র ঠেকিয়ে প্রার্থিতা প্রত্যাহার করানোর অভিযোগে আ.লীগনেতা গ্রেপ্তার
অস্ত্র ঠেকিয়ে স্বতন্ত্র ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থীকে প্রার্থিতা প্রত্যাহারপত্রে সই করানোর অভিযোগে নাটোরের বাগাতিপাড়া উপজেলা তাঁতী লীগের সভাপতি শামসুজ্জামান মোহনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া এলাকা থেকে মোহনকে গ্রেপ্তার করা হয়।
গত ১০ নভেম্বর রাতে উপজেলার জামনগর ইউনিয়নের পকেটখালী এলাকায় পিস্তল ঠেকিয়ে ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বানীর কাছ থেকে প্রার্থিতা প্রত্যাহারপত্রে সই করিয়ে নেয় মোহনের নেতৃত্বে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা। এ ঘটনায় গোলাম রাব্বানী থানায় অভিযোগ করলে গ্রেপ্তার করা হয় মোহনকে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। তিনি জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অভিযোগে তাঁকে শামসুজ্জামান মোহনকে গ্রেপ্তার করা হয়েছে।
জামনগর ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ও আওয়ামী লীগের বিদ্রোহী শাহ আলম।