আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে
আফগানিস্তানে আটকে পড়া ১২ বাংলাদেশিকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
আজ শনিবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক খুদেবার্তায় গণমাধ্যমকে জানান, ‘তাদেরকে চার্টার্ড বিমানে করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’
ড. মোমেন আরও বলেন, ‘আফগান শিক্ষার্থীদের সঙ্গে তাদেরকে (বাংলাদেশিদের) এখন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে।’
গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানীর কাবুলের দখল নেয় তালেবান। এর পরই দেশ ছেড়ে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। সেখানে বিপজ্জনক পরিস্থিতি চলছে। দেশটির রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গণউদ্ধার তৎপরতা বা লোকজন সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।
যুক্তরাষ্ট্র আফগানিস্তানে উদ্ধার তৎপরতা সমাপ্তির যে সময়সীমা নির্ধারণ করেছে, তা শেষ হচ্ছে আগামী মঙ্গলবার (৩১ আগস্ট)। এরই মধ্যে গত দুই সপ্তাহে আফগানিস্তান থেকে এক লাখের বেশি মানুষ উদ্ধার করা হয়েছে।
এর মধ্যেই গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় আইএস-কে। এতে ১৭০ ব্যক্তি নিহত হয়। নিহতদের মধ্যে ১৩ মার্কিন সেনাও ছিলেন।