অ্যানিম্যাল সিনেমাটি মোটেও ‘নারীবিদ্বেষী’ নয় : তৃপ্তি
বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন। এরপর পেয়েছেন একাধিক সিনেমায় অভিনয়ের সুযোগ। যদিও এই সিনেমার জন্যই কটাক্ষের শিকারও হতে হয়েছে তাকে। প্রশ্ন ওঠে, ‘অ্যানিম্যাল’-এর মতো ‘নারীবিদ্বেষী’ সিনেমাতে কীভাবে কাজ করলেন তৃপ্তি?
সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত সিনেমাকে ঘিরে নানা সমালোচনা হয়েছিল। সিনেমাতে নারীদের অসম্মানিত করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। বিশেষ করে তৃপ্তি অভিনীত চরিত্রকে অভিনেতা রণবীর কাপূর জুতা পর্যন্ত চাটতে বলেছিলেন। তাই সরাসরি তৃপ্তির দিকেই আঙুল উঠেছিল। সেই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী। তৃপ্তির দাবি, ‘অ্যানিম্যাল’ সিনেমাটি মোটেও নারীবিদ্বেষী নয়।
তৃপ্তির কথায়, ‘আমি এই সিনেমাকে মোটেই নারীবিদ্বেষী সিনেমা হিসেবে দেখিই না। কোনো সিনেমাকেই আমি এই ধরনের তকমা দিই না। বুলবুল ও কালা সিনেমা করতে গিয়েও কখনো ভাবিনি আমি নারীবিদ্বেষী সিনেমা করছি। আমি চরিত্রগুলোর সঙ্গে যুক্ত হয়েছি, পরিচালকের উপর বিশ্বাস ছিল আমার। মনে হয়েছিল, আমার এই কাজটা করা উচিত।’
অভিনেত্রী আরও বলেন, ‘এমনকি যখন আমাকে অ্যানিমাল সিনেমায় অফার করা হয়েছিল। আমি পরিচালকের সঙ্গে দেখা করেছিলাম। যখন সিনেমার পরিচালকের সঙ্গে দেখা হয়, তখন তিনি কিন্তু সিনেমাটা নিয়ে আমাকে বিস্তারিত বলেননি। আমার চরিত্রটি আমাকে বুঝিয়ে বলেছিলেন। তখন মনে হয়েছিল, এতদিন আমি শুধু নিপাট ভাল মানুষের চরিত্রেই অভিনয় করেছি। অবশেষে নতুন কিছু করার সুযোগ এসেছে।’
তবে এই চরিত্রের জন্য চোখে মুখে সরলতা চেয়েছিলেন নির্মাতা। যার মনের ভিতরে লুকিয়ে রয়েছে প্রতিশোধস্পৃহা। তৃপ্তির কথায়, ‘চরিত্রটি বেশ কঠিন ছিল। তাই আমি রাজি হয়ে যাই।’
সূত্র : হিন্দুস্তান টাইমস