আশুগঞ্জে ফোন করে ডেকে নিয়ে যুবককে হত্যা, আটক দুই
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শহর এলাকার হাজী পাড়ায় ইয়াসির আরাফাত নামের এক যুবককে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তেরা। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় আশুগঞ্জ পুরো শহর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইয়াসিরের লাশ দেখতে ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় দেখা গেছে।
আশুগঞ্জ থানা পুলিশ এবং ইয়াসিরের বাবা আবদুর রহমান জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার পর ইয়াসিরকে কে বা কারা ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে খুন করে ছাদে জিআই তার দিয়ে ঝুলিয়ে রেখে যায়। শনিবার সকালে ছাদে গিয়ে তিনি ইয়াসিরের লাশ দেখতে পান।
এ ঘটনায় জড়িত সন্দেহে একান্ত সিকদার এবং আলভী নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ মাহমুদ বলেন, লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে হয়ে বোঝা যাবে কীভাবে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এরই মধ্যে পুলিশ ইয়াসির খুনের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।