আশুগঞ্জে মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড
আশুগঞ্জে আল আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
আশুগঞ্জ থানা পুলিশ জানায়, গতকাল দিবাগত গভীর রাতে লালপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আল আমিন ইয়াবা বিক্রি করছেন, এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আল আমিন টের পেয়ে ইয়াবার বড় চালান রাতের অন্ধকারে ঘরের বাইরে ফেলে দেয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে দুই পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় আল আমিন, তার বাবা সামসু মিয়াকে দুই পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানালে আজ মঙ্গলবার সকালে তিনি মাদক ব্যবসায়ী আল আমিনকে তার কার্যালয়ে পাঠাতে বললে পুলিশ তাকে ইউএনওর কার্যালয়ে নিয়ে যায়।
অভিযুক্তরা উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসের জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার কথা স্বীকার করলে তাকে (আল আমিন) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, ‘কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। লালপুর ইউয়িনের আল আমিন একজন বড় ধরনের মাদক ব্যবসায়ী।’
ওসি মো. আজাদ রহমান বলেন, ‘সমাজ থেকে মাদককে নির্মূল করতে হলে সবার আগে জনগণের সম্পৃক্ততা জরুরি।’ এ সময় ওই পুলিশ কর্মকর্তা মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের লোককে এগিয়ে আসার আহ্বান জানান।