আশ্বাসের পরও হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আসা শুরু হয়নি
ভারতীয় ব্যবসায়ীরা আশ্বাস দিলেও আজ বুধবার দুপুর পর্যন্ত সীমান্তে আটকে থাকা পেঁয়াজবোঝাই ট্রাকগুলো হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেনি। গত সোমবার ভারত সরকার তাদের অভ্যন্তরীণ বাজারে সংকটের কারণে মূল্যবৃদ্ধির অজুহাতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এর ফলে ভারত অংশে ২৫০ থেকে ৩০০ পেঁয়াজবোঝাই ভারতীয় ট্রাক আটকা পড়ে।
এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় গতকাল বন্দরের বাজারগুলোতে দামে বড় ধরনের প্রভাব পড়ে। এতে ৪০ টাকার পেঁয়াজ একলাফে ৮০ থেকে ১০০ টাকায় বেচাকেনা শুরু হয়। কিন্তু আজ পেঁয়াজ আমদানি হতে পারে এমন খবরে দাম কমে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ ভারতের ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে জানান, গত রোববার ২০০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানির জন্য টেন্ডার করা হয়েছিল। সেই পেঁয়াজ ভারত সরকার বাংলাদেশে রপ্তানির অনুমতি দিতে পারে।