ইউএনও হত্যাচেষ্টার মামলায় ২ আসামি রিমান্ড শেষে জেলহাজতে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবার ওপর হামলার ঘটনায় করা মামলার দুই আসামিকে সাত দিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
আসামি নবিরুল ইসলাম ও সান্টু কুমারকে আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে হাজির করে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। মামলায় তদন্ত কর্মকর্তার কোনো আবেদন না থাকায় আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
দিনাজপুর কোর্ট ইন্সপেক্টর ইসরাইল হোসেন জানান, মামলায় কোনো আবেদন না থাকায় আসামি দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। ইউএনও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আসাদুল হককে আগামীকাল সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে।
এদিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থানে আজিম উদ্দিন নামের একজনকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আনোয়ার হোসেন।
ঘোড়াঘাট থানা পুলিশ জানিয়েছে, ইউএনও হত্যাচেষ্টা মামলায় হুমায়ুন ও মোস্তফা নামের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।