ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকার সঙ্গে চাদর পেঁচিয়ে জয়তুন বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় উপজেলার রাজানগর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত জয়তুন বেগম উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রুস্তম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মাছিমপুর থেকে ইজিবাইকে করে উপজেলা সদরে আসছিলেন জয়তুন বেগম। গায়ে থাকা চাদর ইজিবাইকের চাকায় পেঁচিয়ে গেলে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে জয়তুনের মৃত্যু হয়েছে।