এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মোটরসাইকেলচালকের মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগরের বেজগাঁও বাসস্ট্যান্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (এক্সপ্রেসওয়ে) বাসের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২২ মে) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেজগাঁও বাসস্ট্যান্ডে গাংচিল পরিবহণের একটি বাস যাত্রী নামানোর জন্য থামলে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলচালক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মোটরসাইকেলচালকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।