কক্সবাজারে পাঁচ দিনে করোনায় ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১২০
কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হয়ে আগস্টের প্রথম পাঁচ দিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়েছে এক হাজার ১২০ জন।
এ অবস্থায় সারা দেশের মতো কক্সবাজারে আগামীকাল থেকে গণটিকা কর্মসূচি বাস্তবায়নে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে। কক্সবাজার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন, জেলায় জুলাই মাস থেকেই করোনা সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাচ্ছে। তাই সংক্রমণ রোধে গণটিকার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামীকাল ৭ আগস্ট কক্সবাজার জেলার চারটি পৌরসভা এবং ৭১টি ইউনিয়নে একযোগে উদ্বোধন করা হবে গণটিকা প্রদানের কর্মসূচি। এ ব্যাপারে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি টিকাদান কেন্দ্র এবং প্রতিটি ইউনিয়নে তিনটি টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে।
কক্সবাজার জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, কক্সবাজারে টিকা নিতে এ পর্যন্ত দুই লাখ পাঁচ হাজার ৭০৫ জন অনলাইনে নিবন্ধন করেছে। গতকাল পর্যন্ত এক লাখ ৩১ হাজার ৬৬০ জন টিকার প্রথম ডোজ নিয়েছে। প্রথম ও দ্বিতীয় উভয় ডোজ নিয়েছে ৫৭ হাজার ৮৯৪ জন।
কক্সবাজার জেলা সিভিল সার্জন অফিস জানায়, ১ থেকে গতকাল ৫ আগস্ট পর্যন্ত কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই মাসের ৩১ দিনে করোনায় ৬৪ জনের মৃত্যু হয়। গত বছরের মার্চ থেকে গত ৩০ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ছিল ১২৬ জন। আর ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত ১৭ মাসে কক্সবাজারে করোনায় মোট ১৯০ জনের মৃত্যু হয়। জুলাইতে গড়ে প্রতিদিন দুজনের বেশি করোনায় মৃত্যু হয়েছে।