করোনায় এম আব্দুর রহিম মেডিকেলের সাবেক পরিচালকের মৃত্যু
দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আহাদ আজ বুধবার সকালে হাসপাতালে মৃত্যুবরণ করেন।
জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, ডা. আব্দুল আহাদ জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ছিলেন। পরে তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। স্বাস্থ্যের অবনতি হওয়ায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন। স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে।
এদিকে দিনাজপুর সদরসহ জেলার ১৩ উপজেলায় এ পর্যন্ত মোট ৪৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।