করোনা উপসর্গে দিনাজপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের মৃত্যু
দিনাজপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফেরদৌস জাহাঙ্গীর মানিক মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। আজ শনিবার বিকেলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
দিনাজপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল জানান, দিনাজপুর শহরের রামনগর নিবাসী ফেরদৌস জাহাঙ্গীর মানিক বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। এ ছাড়া দীর্ঘদিন ধরেই তাঁর ডায়াবেটিস ছিল।
আজ শনিবার সকালে জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। কিন্তু আজ দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে বিকেল ৩টার দিকে ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।