কুমিল্লায় ককটেল, অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৭
কুমিল্লা সদরের গোলাবাড়ি এলাকায় বিপুল ককটেল, দেশীয় অস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জামাদিসহ সাতজনকে আটক করেছে র্যাব-১১। আজ শনিবার তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সদর থানার মো. হৃদয় (২২), দৌলতপুরের মো. রিপন (২৮), রবিউল ইসলাম (২৭), জুয়েল (২৫), রুবেল (২৬), ফজলুর রাব্বি (২৪) ও মাহমুদ উল্লাহ্ (২৩)।
র্যাব-১১-এর উপপরিচালক মো. সাকিব হোসেন সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন পাচথুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড গোলাবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-১১-এর একটি আভিযানিক দল। অভিযানে ২৯টি ককটেল, সাতটি রামদা, একটি চাইনিজ কুড়াল এবং বিপুল বোমা তৈরির সরঞ্জামাদিসহ সাতজনকে আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইউপি নির্বাচনকে সামনে রেখে সহিংসতা সৃষ্টির জন্য ককটেল, অস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জামাদি মজুদ করেছে।
এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।