কুষ্টিয়ায় করোনা-উপসর্গে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৪৭
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের করোনা পজেটিভ ও একজনের করোনার উপসর্গ ছিল।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশরাফুল আলম জানান, বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ১৪৫ জন এবং উপসর্গ নিয়ে ৪৭ জনসহ মোট ১৯২ জন রোগী ভর্তি রয়েছে।
পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২২৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৯৮ শতাংশ।
কুষ্টিয়া জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৭৮১ জন। মারা গেছে ৬৭৬ জন এবং সুস্থ হয়েছে ১৩ হাজার ৬২১ জন।