কুষ্টিয়ায় শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় সাত বছরের শিশু সুরাইয়া পারভীনকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার ও তাদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশু সুরাইয়ার বাড়ির সামনে থেকে এলাকার কয়েকশ নারী-পুরুষ একটি বিক্ষোভ মিছিল বের করে।
‘সুরাইয়া হত্যার বিচার চাই, ধর্ষকদের ফাঁসি চাই’ স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে থানার মোড়ে এসে মানববন্ধন ও সমাবেশ করে। দুপুর ১২টার দিকে তপ্ত রোদে দাঁড়িয়ে মেয়ের বিচারের দাবিতে মাইক্রোফোন হাতে ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, মেয়ে হত্যাকারীদের ফাঁসি চাই। সুরাইয়া হত্যার বিচার চাই, ধর্ষকের ফাঁসি চাই’ চিৎকার করে এসব স্লোগান দেন সুরাইয়ার মা ইমা খাতুন ও বাবা রুবেল হোসেনসহ উপস্থিত শতাধিক নারী-পুরুষ।
এ সময় ইমা খাতুন বলেন, ঘটনার দিন সকালে আমার মেয়ে স্কুলে গেল। দুপুরে ফিরে আসার পর বিকেলে কেন লাশ হলো? তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধর্ষক ও হত্যাকারীদের ফাঁসি চাই। আমি এই থানার সামনে দাঁড়িয়ে আছি। আমার বুকের ধন হারিয়ে গেছে বলে পাগল হয়ে যাচ্ছি। আপনাদের মনে এতটুকু মায়া হচ্ছে না। আমার সাত বছরের বাচ্চা। সে কী বোঝে? তাকে কেন নির্যাতন করে মারা হলো? আমি বিচার চাই। একটাই আবেদন, তাড়াতাড়ি গ্রেপ্তার করেন আসামিদের। আমি আর সহ্য করতে পারছি না। আমি যদি সুষ্ঠু বিচার না পাই, তাহলে আরও পাঁচটা মায়ের কোল খালি হবে।
এরপর থানার মোড় থেকে আবারও বিক্ষোভ মিছিল করতে করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করে তারা। পরে জেলা প্রশাসকের কাছে দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি দেয় এলাকাবাসী ।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, হত্যা মামলাটি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কয়েকটি ক্লু পাওয়া গেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুব শিগগিরই এই হত্যার রহস্য উদ্ঘাটিত হবে।
উল্লেখ্য, গত ৫ মার্চ সন্ধ্যায় কুষ্টিয়া শহরের মিলপাড়ায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে সাত বছরের শিশু সুরাইয়া পারভীনের গলায় ওড়না পেঁচানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে দাবি করে বাবা রুবেল হোসেন গত রোববার কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামলায় এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।