কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
একদিনের সফরের গোপালগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সড়কপথে ঢাকা থেকে তিনি গোপালগঞ্জর কোটালীপাড়ায় যান। সেখানে প্রধানমন্ত্রী সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভা যোগ দেবেন। সেখান থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন তিনি।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টুঙ্গিপাড়ায় ৪৩টি নবনির্মিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এ ছাড়া পাঁচটি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এ উপলক্ষে এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আজ যেসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, তার মধ্যে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৩১টি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চারটি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তিনটি, কোটালীপাড়া উপজেলা পরিষদ দুটি, গোপালগঞ্জ পৌরসভা দুটি, গণপূর্ত বিভাগের দুটি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুটি, কোটালীপাড়া পৌরসভা একটি, গোপালগঞ্জ জেলা পরিষদ একটি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্প।
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণপূর্তের গোপালগঞ্জ জেলা তথ্য কমপ্লেক্সে, কোটালীপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতিক কেন্দ্র, এলজিইডির কোটালীপাড়া উপজেলায় ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ওপর ম্যুরাল নির্মাণ প্রকল্প, রাধাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারহাট বাজার উন্নয়ন প্রকল্প ও কোটালীপাড়া উপজেলা পরিষদ কর্তৃক গৃহীত ১১টি ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল ও গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের নামফলক স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এক প্রতিক্রিয়ায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘরের মেয়ে। আমরা আমাদের ভোটেই তিনি হয় প্রধানমন্ত্রী, না হলে বিরোধীদলীয় নেত্রী হন। অন্যান্য এলাকায় এমন ভাগ্য হয় না। তারা সংসদ সদস্য নির্বাচন করেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। তিনি না চাইতেই আমাদের যা দেন, তাতে আমরা খুশি। এখন আমরা আমাদের ঘরের মেয়েকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
ভবেন্দ্রনাথ বিশ্বাস আরও বলেন, ‘আগামী নির্বাচনেও আওয়ামী লীগ আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এদেশ নিরাপদ বলে আমরা মনে করি।’
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী বলেন, ‘আমাদের বাস্তবায়িত ২৯টি প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এ ছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দুটি প্রকল্পের। আমাদের ৩১ প্রকল্প নির্মাণে মোট ব্যায় হবে ১৫৬ কোটি ৭৫ লাখ টাকা। এসব প্রকল্প বাস্তবায়িত হওয়ায় টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার প্রত্যন্ত গ্রামের সঙ্গে ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরের সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। এতে জেলার সড়ক নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। জেলায় উৎপাদিত সব পণ্য সহজে বাজারজাত করা সম্ভব হচ্ছে। এ কারণে জেলার মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। এ ছাড়া গ্রামীণ সড়ক নির্মিত হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার দুর্গম বিলের জলাবদ্ধতা ও অনাবাদি বিপুল পরিমাণ জমি চাষাবাদের আওতায় এসেছে।’
কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘পশ্চাদপদ কোটালীপাড়া প্রধানমন্ত্রী শেখ হসিনার নিজ নির্বাচনী এলাকা। তিনি সব সময় এলাকার খোঁজ খবর রাখেন। এলাকাবসীকে তিনি মাতৃস্নেহে অত্যন্ত ভালবাসেন। তাই প্রধানমন্ত্রীর প্রতি কোটালীপাড়াবাসীর আস্থা অবিচল। তিনি উন্নয়ন করে পশ্চাদপদ কোটালীপাড়াকে নব আলোকে উদ্ভাসিত করেছেন। এজন্য কোটালীপাড়াবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ।’