খুলনায় একদিনে ১৪০ জনের করোনা পজিটিভ শনাক্ত
খুলনায় নগরীতে একদিনে ৫৬৩টি নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা পজিটিভি এসেছে। যা এ পর্যন্ত সব থেকে বেশি শনাক্ত। আজ বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ থেকে এ তথ্য জানানো হয়।
এদিকে, করোনা সংক্রমণ রোধে আজ খুলনায় সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে ব্যাংক খোলা থাকায় জনসাধারণের চলাচল গতকালের চেয়ে বেশি দেখা যাচ্ছে। সীমিত আকারে চলছে ইজিবাইকসহ প্রাইভেটকার।
তবে প্রয়োজন ছাড়া বাইরে না আসা তদরাকি করতে খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ চেকপোস্ট বসিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। এসব চেকপোস্টে ইজিবাইক ও প্রাইভেটকার যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অনেক স্থানে যাত্রীদের জরিমানা করে বাসায় ফিরে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে। তবে আজ সব মিলিয়ে মোটরসাইকেল চলাচল বেশি এবং ব্যাংকগুলোর সামনে মোটরসাইকেলের জটলা দেখা গেছে।
প্রধান প্রধান সড়কের বা্ইরে নগরীর অলিগলি, মহল্লার মুদি দোকান খোলা থাকায় সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা খুবই কম।
খুলনার পুলিশ সুপার মাহমুদ হাসান জানান, জেলার নয়টি উপজেলায় চেকপোস্ট বসিয়ে সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন কাজ চলছে ।