গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত তাহাজ আলী (৪৫) মারা গেছেন। আজ রোববার সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তাহাজ আলী পেশায় একজন স্যালো ইঞ্জিনচালিত আলগামনচালক। তিনি তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি বহলপাড়ার আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, গত বুধবার বিকেলে মাঠ থেকে হেঁটে বাড়ি ফেরার পথে তাহাজ আলীকে ধাক্কা দেন মোটরসাইকেলচালক করমদি কুমারপাড়ার লাভলু। তাহাজ আলীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সন্ধানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যু হয়।
নিহত তাহাজ আলীর ভাতিজা আশরাফুল ইসলাম দাবি করেন, পারিবারিক বিরোধের কারণে মকলেচুর রহমানের ছেলে লাভলু ও কুবলুসের ছেলে স্বরণ পরিকল্পিতভাবে মোটরসাইকেলচাপা দিয়ে তাঁর চাচাকে হত্যা করেছেন। তাদের বিরুদ্ধে গাংনী থানায় হত্যা মামলা করা হবে।
এ বিষয়ে লাভলু ও স্বরণের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বাড়িতে পাওয়া যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। তবে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যেহেতু ঢাকার একটি হাসপাতালে মারা গেছে সেক্ষেত্রে ওই হাসপাতালের আওতাভুক্ত থানার মাধ্যমে মরদেহের সুরতহালের ব্যবস্থা করবে।