গাজীপুরে করোনায় আরও ১১ জনের মৃত্যু, পজিটিভ শনাক্ত ২৩৮
গাজীপুরে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছে এবং নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছে ২৩৮ জন। শনাক্তের হার ২৫ দশমিক ১৬ শতাংশ।
আজ বুধবার গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, গাজীপুর জেলার পাঁচটি উপজেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৬ জন। করোনা সংক্রমণের লক্ষণ দেখা দেওয়ায় জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২৩৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরমধ্যে গাজীপুর মহানগরসহ সদর উপজেলা এলাকায় ১৩১, কালীগঞ্জ উপজেলায় ১৭, কালিয়াকৈরে ১৭, কাপাসিয়ায় ২৩ ও শ্রীপুর উপজেলায় ৫০ জন। আজ আরও ৭২৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সিভিল সার্জন জানান, গাজীপুর জেলার পাঁচটি উপজেলার প্রতিটি উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা দেড় হাজার করে ছাড়িয়েছে। এরমধ্যে গাজীপুর মহানগরসহ সদর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সদরে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৫২৮ জন। এ ছাড়া এ পর্যন্ত জেলার শ্রীপুর উপজেলায় দুই হাজার ৬৯৪ জন, কালিয়াকৈর উপজেলায় ২ হাজার ৭৯ জন, কাপাসিয়া উপজেলায় এক হাজার ৯০৩ জন ও কালীগঞ্জ উপজেলায় এক হাজার ৫২২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে জেলায় এ পর্যন্ত এক লাখ ১২ হাজার ৫৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে মোট শনাক্তের সংখ্যা ২০ হাজার ৭২২ জন। মোট শনাক্তের হার ১৮ দশমিক ৪১ শতাংশ। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছে ১৬ হাজার ১৮৩ জন।