গাজীপুরে মা ও মেয়েকে লাশ উদ্ধার, মিলেছে পরিচয়
গাজীপুর সিটি করপোরশনের এক নারী ও তার শিশুকন্যার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার মধ্যরাতে মহানগরের সদর থানাধীন দেশীপাড়া এলাকায় বিমান বাহিনীর টেক থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন জেলার কালীগঞ্জে থানার নরুন এলাকার বাছির উদ্দিনের মেয়ে ফেরদৌসি আরা (২৮) ও তার মেয়ে তাসকিয়া আক্তার (৪)। নিহত ফেরদৌসী তার মেয়েকে নিয়ে দ্বিতীয় স্বামীর কাছে থেকে শহরের একটি এনজিওতে চাকরি করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ রাফিউল করিম বলেন, ‘গতরাতে দেশীপাড়া এলাকার বিমান বাহিনীর নির্জন টেকে শিশুসহ এক নারীর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির গলার সামনের দিকে এবং নারীর গলার দুইপাশ দিয়ে কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুসহ ওই নারীকে অন্য কোথাও গলা কেটে হত্যার পর লাশ ওখানে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।’
সৈয়দ রাফিউল করিম জানায়, হত্যার প্রকৃত কারণ জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।