চন্দনাইশে প্রায় কোটি টাকার ইয়াবা জব্দ, তিনজন গ্রেপ্তার
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে দোহাজারী পৌর এলাকার সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে ইয়াবাসহ একটি মিনি ট্রাক জব্দ ও তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পাইশ্যাখালী মুসলিম নগর এলাকার ড্রাইভার রিদওয়ান (২০) উত্তর লেক্ষারচর সিকলঘাট মাঝেরপাড়ার আজিমুলেরবাড়ীর নুরুল আজিম (৩১) চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার নেয়াজির পাড়ার মো. রুবেল (২৩) ।
দোহাজারী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোর ৪টার দিকে তিনি সঙ্গীয় ফোর্সসহ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর এলাকার সিঙ্গার শো-রুমের সামনে অবস্থান নেয়। এ সময় একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। সেখান থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটে জব্দ করা হয়। সেইসঙ্গে এ কাজে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মাদক বহনকারী মিনি ট্রাকও জব্দ করা হয়।
জব্দকৃত ৩০ হাজার ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা টাকা বলে জানায় পুলিশ।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তৱা (ওসি) মো. নাছির উদ্দিন সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।