চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে ট্রাক্টরের সঙ্গে স্থানীয় যানবাহন পাগলুর মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ সময় পাগলুর তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে মহিলা কলেজের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন পাগলুর যাত্রী হলেন চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের মো. হানিফের ছেলে সালেহীন (১৬) ও একই ইউনিয়নের চম্পাতলী বাজারের মন্ডলপাড়ার আজগর আলী (৫০)। আহত যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি।
দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসুর নুর জানান, রাত সাড়ে ১০টায় সৈয়দপুর থেকে দিনাজপুরমুখী একটি দ্রুতগামী পাগলুর সঙ্গে বিপরীতগামী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে সালেহীন ও আজগর মারা যান। স্থানীয়রা পাগলুর ভেতরে আটকে থাকা তিনজন যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
এই ঘটনায় দশমাইল হাইওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।