জেলা প্রশাসকের নামে ঘুষ নেওয়ায় অফিস সহকারী গ্রেপ্তার
জমির খাজনা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে মেহেরপুর জেলা প্রশাসকের নামে ঘুষ নেওয়ার অভিযোগে জেলা প্রশাসনের এক কর্মচারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপার্দ করে সদর থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া কর্মচারী আবু বক্কর সিদ্দিক জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গাংনী উপজেলার কুমারী ডাঙ্গা গ্রামের শামীমা নাসরিন নামে এক নারীর কাছ থেকে হোল্ডিং চালু করতে খাজনা দেওয়ার নামে দুই লাখ ৪০ হাজার টাকা দাবি করেছিলেন আবু বক্কর। কাজ না হওয়ায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলে তার নামে প্রাথমিক তদন্ত করে জেলা প্রশাসন। তদন্তে অগ্রিম এক লাখ টাকা নেওয়া সত্যতা পাওয়া যায়। পরে বিভাগীয় মামলার পাশাপাশি তাকে পুলিশের হাতে তুলে দেয় জেলা প্রশাসন।
এ বিষয়ে জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মাহফুজ জামান মেহেরপুর সদর থানায় একটি এজাহার দাখিল করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘আমরা মামলা নথিভুক্ত করে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে সোপার্দ করেছি।’