ঝিনাইদহে ইজিবাইকচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৬
ঝিনাইদহে ইজিবাইকচালক ইকরামুল হত্যা মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টায় ঝিনাইদহ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, জেলার কালিগঞ্জ উপজেলার পীরগোপালপুর গ্রামের তানভীরুল ইসলাম নাইম, ঝিনাইদহ সদর উপজেলার চান্দেরপোল গ্রামের শামীম হোসেন ও মোঃ রাশেদ আলী, কাশিপুর গ্রামের জাকির হোসেন, মাগুরা জেলার শালিখা উপজেলার দক্ষিণছান্দড়া গ্রামের বাপ্পি হোসেন এবং কাতলি গ্রামের মো. সাগর মোল্লা।
গতকাল বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া, মাগুরা ও ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এসপি মো. মুনতাসিরুল ইসলাম।
আজ দুপুরে সংবাদ সম্মেলনে এসপি জানান, ইজিবাইকচালক ইকরামুল ইসলাম গত ১২ অক্টোবর জেলা শহর থেকে নিখোঁজ হন। ১৯ তারিখে কালিগঞ্জ উপজেলার বাকড়া গ্রামের মাঠ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তিনি ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে। ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি।
এসপি আরও জানান গ্রেপ্তার করা ব্যক্তিরা প্রথমে ইকরামুলের ইজিবাইক ভাড়া করে এবং আসর বসিয়ে মদপান করায় তাকে। এরপর নিমর্মভাবে ছুরি দিয়ে জবাই করে হত্যার পর তার লাশ জেলার কালিগঞ্জ উপজেলার বাকড়া গ্রামের মাঠে ফেলে দেয়। হত্যারকারীরা ইজিবাইকটি নিয়ে যায় এবং মাগুরা জেলার শালিখা বাজারের সাগর মোল্লার কাছে ৬০ হাজার টাকায় বিক্রি করে দেয়। এ ঘটনায় পুলিশের একাধিক দল গঠন করে মাঠে নামানো হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে একে একে গ্রেপ্তার করা হয় ঘাতক দলের ছয় সদস্যকে। উদ্ধার করা হয় ইকরামুলের ইজিবাইকসহ হত্যায় ব্যবহার করা ছুরি। গ্রেপ্তার করা ব্যক্তিরা সংঘবদ্ধ ইজিবাইক চোর এবং ভয়ঙ্কর কিলার বলে উপস্থিত সাংবাদিকদের জানান এসপি।
এ বিষয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আবুল বাশার জানান, বেলা ১টার দিকে ১৬৪ ধারায় জবান বন্দি রেকর্ড করার জন্য আসামিদের আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আরও কয়েকজনকে হত্যার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।