ঝিনাইদহে করোনা-উপসর্গে ৭ জনের মৃত্যু, ডেঙ্গু আক্রান্ত এক নারী
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জন এবং উপসর্গে একজনসহ মোট সাতজন মারা গেছেন। এরা সবাই সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নতুন করে করোনা পজিটিভ হয়েছে ৪৭ জনের।
আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সদর হাসপাতালে ভর্তি আছে ৮১ জন। এর মধ্যে ৬০ জনের করোনা পজিটিভ বলে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলায় এখন পর্যন্ত আট হাজার ৯৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ১৮৪ জন সুস্থ হয়েছে। সেই হিসাবে জেলার বিভিন্ন উপজেলায় এখন দুই হাজার ৯০৯ জন করোনা রোগী রয়েছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ১১৬ জন। করোনায় মারা গেছে ২২৩ জন।
ঝিনাইদহ সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. হারুন অর রশিদ জানিয়েছেন, হঠাৎ করে করোনায় মৃত্যুর হার বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ছয়জন করোনায় এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের।
ডা. হারুন অর রশিদ আরও জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো ডেঙ্গু আক্রান্ত এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই নারীর পরিচয় নিশ্চিত করেননি তিনি। হাসপাতালটিতে ডেঙ্গু রোগীদের জন্য মাত্র ছয়টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। করোনার পাশাপাশি ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।