ঝিনাইদহে কৃষককে গলা কেটে হত্যা
![](http://947521.0ncwlf7ax.asia/sites/default/files/styles/big_3/public/images/2021/11/27/jhinaidah-murder-photo.jpg)
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রেজাউল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার দীঘারপাড়া গ্রামে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম দীঘারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। তাঁর দুই শিশু সন্তান রয়েছে।
রেজাউলের ভাই আনোয়ার হোসেন জানান, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গ্রামের একটি দোকান থেকে বাড়ি ফিরে যান রেজাউল। রাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন তিনি। এরপর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চিৎকার শুনে ছুটে এসে দেখেন, রেজাউলের গলা দিয়ে রক্ত বের হচ্ছে। এরপর তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রেজাউলের ৯ বছরের শিশু সন্তান বলে, ‘মা-বাবার চিৎকারে ঘুম ভেঙে যায়। এরপর দরজার ফাঁক দিয়ে দেখি সাদা পাঞ্জাবি পরা কয়েকজন মানুষ বাবাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ঘটনার সময় স্বামী-স্ত্রী পৃথক কক্ষে ঘুমিয়ে ছিলেন। তদন্ত শেষে এ হত্যাকাণ্ডের ব্যাপারে জানা সম্ভব হবে।