টেকনাফে ৩ লাখ ২২ হাজার পিস ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে তিন লাখ ২২ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে। এসব ইয়াবা মিয়ানমার থেকে সমুদ্র পথে পাচারকারীরা বাংলাদেশে নিয়ে আসছিল।
কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক আজ মঙ্গলবার দুপুরে বলেন, ‘আজ বুধবার ভোরে টেকনাফ কোস্ট গার্ড (বিসিজি) স্টেশনের জওয়ানরা সাবরাং কাঁটাবনিয়া সাগর উপকূলীয় পয়েন্টে অভিযান চালায়। এ সময় একটি কাঠের নৌকাসহ তিন লাখ ২২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।’
কোস্ট গার্ড কর্মকর্তা আরো বলেন, ‘মিয়ানমার থেকে সমুদ্রপথে এসব ইয়াবা বাংলাদেশে নিয়ে আসছিল। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়।’
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার পর জব্দকৃত ইয়াবা ও কাঠের নৌকা টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।