ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকের সহকারী নিহত
দিনাজপুরের বিরল উপজেলায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। বিরল পৌর শহরের ব্র্যাক অফিস সংলগ্ন স্থানে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব এ খবর নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম দুলাল হোসেন (৪০)। তিনি বিরল উপজেলার মাডপুকুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় পৌর শহরের ব্র্যাক অফিস সংলগ্ন স্থানে সিমেন্টের ব্যাগভর্তি একটি ট্রাক্টরের চাকা পাংচার হয়ে যায়। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় চালকের সহকারী দুলাল নিহত হন।
পুলিশ জানিয়েছে, এরই মধ্যে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে।