তিন মাসের শিশুকন্যাকে হত্যা, আটক বাবা
খুলনার ডুমুরিয়া উপজেলায় তিন মাসের শিশুকন্যাকে মাটিতে ফেলে দিয়ে হত্যা করেছেন বাবা উজ্জ্বল সরদার। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ঘাতক বাবা উজ্জ্বল সরদারকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বলেন, বুধবার রাত সোয়া ১২টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা মো. উজ্জ্বল ও তার পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ বাধে। এ সময় তিন মাসের কন্যা তামিমা তার কোলেই ছিল। কথা কাটাকাটির একপর্যায়ে উজ্জ্বল তার কোল থেকে তামিমাকে মাটিতে ছুড়ে ফেলে দেয়। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে রক্তাক্ত অবস্থায় ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
ওসি আরও বলেন, এ ঘটনায় রাতেই শিশুটির বাবাকে আটক করা হয়েছে। তবে থানায় এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।