দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
দিনাজপুরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের রাজবাড়ি সুখসাগরের ভেতরে বেশকিছু অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিদ কাসারিয়া বলেন, ‘সদরের রাজবাড়ি সুখসাগরে অবৈধভাবে দখল করা বেশকিছু স্থাপনা সরানোর জন্য কয়েকবার নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা স্থাপনাগুলো সরায়নি। ফলে সেগুলো ভেঙে দেওয়া হয়। অভিযানে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।’
তবে দখলদাররা বলেছেন,তাদের কোনো নোটিশ করা হয়নি। লিজের ১৮ মাস বাকি থাকতেই এই অভিযান চালানো হল। উচ্ছেদকৃত বেশিরভাগ মালামাল প্রশাসন জব্দ করেছে।
প্রশাসন জানান, নিয়মিত উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারদলীয় লোকজন দীর্ঘ আট বছর ধরে সুখ সাগরে মাছ চাষসহ ইকোপার্কটি দখল করে ভোগ করে আসছিল। দখলদাররা ক্ষমতার অপব্যবহার করে শহরের বিভিন্ন জায়গায় যেমন- সুখসাগর,মাতাসাগর,পুনর্ভবা নদীর বেশ কিছু জায়গায় প্রমোদতরী,সুইমিং পুলসহ অবৈধ স্থাপনা তৈরি করে সেখানে অসামাজিক কাজকর্ম চালিয়ে আসছিল। সম্প্রতি জেলা প্রশাসক মাহমুদুল আলম এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছেন। এর আগে উপশহর, ডায়াবেটিকসহ বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সুখসাগর ইকোপার্কের শেয়ার হোল্ডার নাসিম ও সাধন জানান, উচ্ছেদ অভিযানের ফলে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। মালামাল পর্যন্ত সরাতে পারেননি।
অভিযোগ রয়েছে ইকোপার্কের অন্তরালে মদ-মেয়েসহ সব ধরনের কুকর্ম হয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। কিন্তু ক্ষমতাসীন হওয়ার কারণে এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না।
এ উচ্ছেদ অভিযানে শহরবাসী অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসনকে।