দিনাজপুরে অসুস্থ বৃদ্ধাকে রাস্তায় ফেলে গেল স্বজনরা
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানিরবন্দরে রাস্তার ধারে ৬৫ বছরের একজন বৃদ্ধকে ফেলে রেখে গেছে কে বা কারা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বলেন, 'গতকাল রাত সাড়ে ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার রানিরবন্দর বাজারের কাছে তেলের পাম্পের পাশে প্লাস্টিক দিয়ে মোড়ানো এক অজ্ঞাতনামা বৃদ্ধকে ফেলে রেখে যায় কে বা কারা। ওই বৃদ্ধ অচেতন অবস্থায় ছিলেন। এলাকার লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃদ্ধ এতটাই অসুস্থ যে কথা বলতে পারছিলেন না।'
পুলিশের ধারণা, করোনাভাইরাসের কারণে তাঁর আত্মীয়-স্বজনরা ফেলে রেখে যেতে পারে। তবে বৃদ্ধের কাছে না শোনা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না বলে জানান ওসি।