দিনাজপুরে একজনের গলাকাটা লাশ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় হেলাল সরকার নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের এরশাদ নগর এলাকায় বনবিভাবের বাগান থেকে তাঁর লাশ উদ্ধার পুলিশ।
নিহত হেলাল সরকার (৫৫) উপজেলার দড়গাপাড়া এলাকার মৃত সাহান সরদারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হেলাল সরকার প্রতিদিনের মতো আজ ভোরে ফজরে নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। এর পর থেকে নিখোঁজ ছিলেন। পরে স্থানীয়রা সকালে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় নিহত হেলাল সরকারের স্ত্রী আবিয়া খাতুন বাদী হয়ে পার্বতীপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান বলেন, ‘ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। আমরা কিছু তথ্য পেয়েছি। আশা করি আগামীকালের মধ্যে আসামিদের গ্রেপ্তারে সক্ষম হব।’