দিনাজপুরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন, ভাই-ভাতিজা পলাতক
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিহতের ভাই ও ভায়ের ছেলেরা পলাতক রয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছোট চেরাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহাজুল ইসলাম (৫৫) উপজেলার ছোট চেরাগপুর গ্রামের বাবর আলী বাবুর ছেলে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান জানান, মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক দিন আগে চুরির অপরাধে শাহাজুল তাঁর ভাই আহাদ আলীর ছেলে তাজউদ্দিনকে মেরে শাসন করেন। ওই ঘটনার জের ধরে আজ বিকেলে আহাদ আলী, তার ভাই সেত আলী ও আহাদের দুই ছেলে মিলে শাহাজুলকে একা পেয়ে পিটিয়ে আহত করে। পরে তারা পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শাহাজুলের মৃত্যু হয়।