দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেলে পিসিআর ল্যাব উদ্বোধন
দিনাজপুরে করোনা রোগী শনাক্তের লক্ষে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাব মাইক্রোবায়োলজি বিভাগের উদ্বোধন করেছেন দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
এ সময় হুইপ বলেন, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী চিকিৎসা সেবা হাসপাতালে পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার মানুষদের করোনা পরীক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিসিআর মেশিন দিয়েছেন। তারই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার করোনায় আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করতে সক্ষম হবে। এ ছাড়াও জেলায় যে সমস্ত মানুষ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে, তাদের শনাক্ত করতে সহজ হবে। যার ফলে করোনায় আক্রান্ত মানুষদের স্বল্প সময়ে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেশ সরকার, দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছসহ জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
পিসিআর ল্যাব বসানোর ফলে ২৪ ঘণ্টায় ৯০ জনের করোনাভাইরাস শনাক্ত করা সম্ভব বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ।