দিনাজপুরে কথিত বন্দুকযুদ্ধে ২ ‘মাদক ব্যবসায়ী’ নিহত
দিনাজপুরে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।
দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল দাবি করেন, গতকাল রোববার দিবাগত রাত ২টায় সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের তাজপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবুল কাশেম ওরফে কাইসা (৩৫) ও রহমত আলী (৩৫)। তারা শহরের ঢাকাইয়্যা পট্টি এলাকার বাসিন্দা।
ওসির ভাষ্যমতে, গতকাল রাতে ডিবি পুলিশের একটি দল তেজপুর গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে ডিবি পুলিশের গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন, বাকিরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে দুটি গুলিসহ একটি পিস্তল, ১৫০ বোতন ফেনসিডিল ও ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।