দিনাজপুরে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু
দিনাজপুরে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক পুলিশ কনেস্টবলের (৪২) মৃত্যু হয়েছে। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথে চান্দুরা এলাকায় পৌঁছালে তিনি মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা বলেন, ‘আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকায় নেওয়ার পথে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।’ তিনি আরো বলেন, ‘বীরগঞ্জ থানায় কর্মরত ওই পুলিশ কনস্টেবল ১০ থেকে ১২ দিন আগে করোনায় আক্রান্ত হন। এর পর তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি পঞ্চগড় জেলায়।’
জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ বলেন, ‘দিনাজপুরে এই প্রথম কোনো পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।’