দিনাজপুরে ছুরিকাঘাতে যুবক খুন
দিনাজপুরের বিরল উপজেলার হাঁড়িপুকুর নামক স্থানে গতকাল রোববার সন্ধ্যায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিবরিয়া (৩৭) নামের এক যুবক খুন হয়েছেন।
নিহত কিবরিয়া বিরলের রানীপুকুর ইউনিয়নের হালজা গ্রামের আবদুল হান্নানের ছেলে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব জানান, রোববার সন্ধ্যায় হাঁড়িপুকুরে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে কিবরিয়াকে খুন করে। এ সময় একই এলাকার দুলাল নামের তাঁর এক বন্ধু থাকলেও তিনি পালিয়ে যান। হামলার সময় কিবরিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাঁকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শীতল চন্দ্র পাহান মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা আবদুল হান্নান হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
দিনাজপুরে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত কিবরিয়ার স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি