দিনাজপুরে ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
করোনাভাইরাসকে উপেক্ষা করে ত্রাণের দাবিতে রাস্তা অবরোধ করেছে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজি ইউনিয়নের কয়েকশ বাসিন্দা। পশ্চিম শিবরামপুর, গোসাইপুর, নয়নপুর ও বড়ইল গ্রামের ত্রাণবঞ্চিতরা এই মহাসড়ক অবরোধ করে।
আজ শনিবার সকালে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে তারা ত্রাণের দাবি জানান। এ সময় বিক্ষোভকারীরা বলেন, লকডাউন শুরু হওয়ার পর থেকে তারা সরকারি কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাননি। ইউনিয়ন পরিষদের সদস্যরাও তাদের কোনো সাহায্য করেননি। তাই পেটের জ্বালায় আজ এই পথে নেমেছেন।
বিক্ষোভের সময় রাস্তার দুই ধারে খাদ্যসামগ্রী বহনকারী ট্রাক, পিকআপ ভ্যানসহ জরুরি যানবাহন আটকা পড়ে। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ চলে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাগফেরুল আব্বাসী ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেয়।
ত্রাণবঞ্চিত ১ নম্বর ওয়ার্ডের শামীম বলেন, ‘লকডাউনের পর থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ পাইনি। শুধু ভোটার আইডি কার্ডের ফটোকপি নেওয়া হয়েছে, ত্রাণ আসেনি।’
একই এলাকার শাহিনূর জানান, লকডাউনের কারণে অটোচার্জার চালাতে পারছেন না। সংসারের দুমুঠো ভাত দিতে পারছেন না। একই অবস্থা অন্যদেরও।
ইউপি সদস্য মাসুদ জানান, সরকারিভাবে ওএমএস এবং চাল, তেল, আলু, সাবানসহ যে ত্রাণ পাওয়া গিয়েছিল তা নাম লিস্টের মাধ্যমে বিতরণ করা হয়েছে। ত্রাণ এলে আবারও দেওয়া হবে।