দিনাজপুরে দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের বিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার জলাগাড়ি নামক স্থানে দিনাজপুর-বিরামপুর সড়কে মাটি খনন করা এক্সক্যাভেটরের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেল আরোহী আবদুল গনি (২৮) ও বিপ্লব হোসেন (২৮) ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত সুজনকে (২৬) বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও মারা যান। নিহতদের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার উত্তর খালেকপুর গ্রামে। নিহত আবদুল গনির বাবার নাম সাইদুর রহমান, বিপ্লব হোসেনের বাবার নাম সেতাবুর রহমান ও সুজনের বাবার নাম সাইদুর রহমান।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দিনাজপুর-ঘোড়াঘাট সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এতে রাস্তার উভয় পাশে মাটি খননের জন্য এক্সক্যাভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছে।