দিনাজপুরে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় মুরাদ হোসেন (৩৭) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার লক্ষ্মীপুর বাজার থেকে গতকাল রোববার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মুরাদ হোসেন উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির সদস্য। তিনি স্থানীয় মহেষপুর মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাছান জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে মুরাদ হোসেনসহ তিনজনের নামে মামলা করেছেন এক কলেজছাত্রী। ওই মামলায় মুরাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।