দিনাজপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু
দিনাজপুর শহরের বড় ময়দান সংলগ্ন জুলুম সাগরে ডুবে এক স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকেলে শহরের চাতড়াপাড়ার পুরাতন দিঘীতে।
নিহতরা হল ইলেকট্রিক মিস্ত্রী রাজা (১৯) ও সেন্ট যোসেফ স্কুলের নবম শ্রেণির ছাত্র দীপ (১৭)। দুজনের বাড়িই শহরের চাতড়াপাড়ায়।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিঘীতে নৌকায় চড়ে ঘোরার সময় স্কুলছাত্র দীপ নৌকা থেকে পড়ে যায়। দীপকে বাঁচাতে গিয়ে রাজা পুকুরে নামে। পুকুরের কাদার মধ্যে দুজনের পা আটকে যায়। ফলে তাঁরা সাঁতার কাটতে না পেরে ঘটনাস্থলেই ডুবে মারা যায়।
স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুকুরে ডুবে দুজন মারা গেছে। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ এলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’