দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দিনাজপুরের চিরিরবন্দর, বিরল ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ও সন্ধ্যার দিকে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের শান্তির বাজার এলাকার শাহাপাড়ার শামীম সরকারের স্ত্রী শাপলা খাতুন (৩৭), বিরল উপজেলার ভারাডাংগী গ্রামের ফিরোজ জামাল (৪০) ও সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের কলেজছাত্র স্বপন (২৭)।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকাল ১০টার দিকে উপজেলার হেলিপোর্ট এলাকায় ট্রাক্টরের ধাক্কা লেগে শাপলা খাতুন (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
এদিকে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব জানান, আজ সকালে উপজেলার ধামইর এলাকায় ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ জামাল (৪০) নামের এক ব্যক্তি নিহত হন।
অপরদিকে, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জাফর হোসেন এক কলেজছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যায় জেলা সদরের দশমাইল এলাকায় ট্রলির ধাক্কায় কলেজছাত্র স্বপন নিহত হন। তিনি দিনাজপুর সরকারি কলেজের ছাত্র ছিলেন।