দিনাজপুরে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মো. আবু মুসা (১১) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শালখুরিয়া এতিমখানা মাদ্রাসার অদূরে একটি খাল থেকে আজ রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়। ওই ছাত্রের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মো. আবু মুসা নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মো. শাহিন ইসলামের ছেলে। সে শালখুরিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্র ছিল।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ রোববার সকালে শালখুরিয়া এতিমখানা মাদ্রাসার অদূরে একটি খালের পাশে আবু মুসার লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। এরপর সেখানে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ওই মাদ্রাসাছাত্রের হাতের কবজির অংশ অনেকটা ছিঁড়ে গেছে। নখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।