দিনাজপুরে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
দিনাজপুর বিরল উপজেলায় বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ধুকুরঝাড়ী কলেজের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব জানান, আজ সকালে স্থানীয়রা কলেজের ভেতরে একটি বস্তা পড়ে থাকতে দেখে। তারা বস্তাটি খুলে রক্তাক্ত এক যুবকের লাশ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
ওসি আরও জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া আরও কিছু তথ্য মিলেছে। লাশটির ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।
নিহত যুবক স্থানীয় নয়। হত্যার পরে লাশ এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।