দিনাজপুরে শিশু হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড
দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় শিশু পরশ হত্যা মামলায় রায়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ড এবং ছয়জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ আজ বুধবার বিকেলে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জিল্লার রহমান, মো. মামুন, ফিরোজ কবির, মো. ইব্রাহীম ও মো. বুলেট।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১১ নভেম্বর ঘোড়াঘাট থানার কাদিমনগর গ্রামের কেশব চন্দ্র সাহার চার বছর বয়সী শিশুপুত্র পরশকে আসামিরা অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তারা মুক্তিপণ না পেয়ে পরশকে নির্মমভাবে চোখ উপড়িয়ে হত্যা করেন। পরের দিন নবাবগঞ্জের লালদহ বিল থেকে শিশু পরশের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই রাতেই কেশব চন্দ্র সাহা বাদী হয়ে ১১ জনের নামে মামলা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অপহরণ ও হত্যা ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক ওই পাঁচ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে আমৃত্যু মৃত্যুদণ্ডের রায় দেন। অপরদিকে এ মামলার বাকি ছয় আসামিকে বেকসুর খালাস দেন আদালত।
সরকারিপক্ষের কৌঁসুলি ছিলেন মেহেবুব হাসান চৌধুরী লিটন। বাদীপক্ষের মামলাটি পরিচলনা করেন মো. সাইফুল ইসলাম।