দিনাজপুরে সরকারি টাকা আত্মসাতে দুই কর্মকর্তা জেলহাজতে
টাকা আত্মসাতের মামলায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব শাখার আমিরুল ইসলাম ও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর মো. মাহফুজুর রহমানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে দুই কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৪২৮ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি টাকা আত্মসাতের দায়ে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
আগামী বুধবার মামলার রিমান্ড, জামিনসহ সার্বিক শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন আদালতের পরিদর্শক মো. ইসরাইল।
উল্লেখ্য, গত সোমবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব শাখার কর্মকর্তা আমিরুল ইসলাম ও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. মাহফুজুর রহমানকে পৃথক পৃথক অভিযান চালিয়ে আটক করে দিনাজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।