দিনাজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে রবি সরেন নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শরিফ উদ্দীন আহম্মেদ এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর অভিযুক্ত রবি সরেন এক স্কুলছাত্রীকে লোভ দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়ের বাবা বীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শরিফ উদ্দীন আহম্মেদ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।