দিনাজপুরে ১৯ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে দুই দল মাদক চোরাকারবারির ‘বন্দুকযুদ্ধে’ ১৯ মামলার আসামি আইয়ুব আলী (৫৫) নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের হাটরামপুর শালবাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আইয়ুব উপজেলার রেল কলোনি এলাকার আবদুর রহমানের ছেলে।
গোয়েন্দা (ডিবি) পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের একটি দল বোচাগঞ্জ উপজেলার বনগাঁও ইউনিয়নের হাটরামপুর শালবাগান এলাকায় বিশেষ অভিযানে যায়। সে সময় তারা শালবাগানের ভেতরে গোলাগুলির শব্দ পেয়ে স্থানীয় পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিল হয়। এ সময় মাদক চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশ ছুঁড়ে। জানমাল রক্ষায় পুলিশ সাত রাউন্ড গুলি করলে সন্ত্রাসীরা পিছু হটে যায়। পরে শালবাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে দ্রুত পুলিশের পিকআপে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত আইয়ুব আলী একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তিনি ১৯ মামলার আসামি বলে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানিয়েছেন।
ওসি জানান, বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে একটি ওয়ানশুটার গান, দুটি গুলি, দুটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু, দুটি লোহার হাসুয়া, দুটি জিপারে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।