দুই পক্ষের সংঘর্ষে ১ আ.লীগনেতা নিহত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রংপুরের কাউনিয়া উপজেলার খানসামায় দুই পক্ষের সংঘর্ষে সোনা মিয়া নামে এক আওয়ামী লীগনেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন।
আজ সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, কাউনিয়ায় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সন্ধ্যার পর খানসামা বাজারে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় খানসামার নয়ারহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে সোনা মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও বুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। সোনা মিয়া খানসামা বাজারে চালের দোকান করতেন।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ৯টা পর্যন্ত এলাকাবাসী সোনা মিয়ার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেনি।
রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী সংঘর্ষে সোনা মিয়া নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমান উপজেলা আওয়ামী লীগের কমিটির সঙ্গে নব্বইয়ের গণআন্দোলনের সাবেক কয়েকজন ছাত্রনেতার নেতৃত্বে গড়ে উঠা আরেকটি পক্ষের দ্বন্দ্ব চলে আসছিল। নিহত সোনা মিয়া বর্তমান কমিটির সদস্য।