ভোলায় বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত
ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় নুডুলস খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারিতে হৃদয় নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতরা ভোলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
গতরাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চেউয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। রাতে হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে আটজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে মো. হৃদয় (২০) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত হৃদয়কে মুমূর্ষু অবস্থায় একটি পুকুরের মধ্য থেকে উদ্ধার করা হয়। রাতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় ঐ পুকুরে পড়ে ছিল সে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বলেন, ‘রাতের ঘটনায় একজন মারা গেছে। নিহতর বাবা মো. ইব্রাহিম বাদী হয়ে থানায় মামলা করেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।’